শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

দেবীদ্বারে মানবতায় ‘রাজামেহার উত্তর পাড়া সমাজ কল্যাণ সংঘ'

দেবীদ্বারে মানবতায় ‘রাজামেহার উত্তর পাড়া সমাজ কল্যাণ সংঘ'কতৃক খাদ্য সামগ্রী বিতরণ
===================================

দেবীদ্বার উপজেলা রাজামেহার উত্তর পাড়ায় শনিবার সকাল ১১টায় রাজামেহার উত্তর পাড়া সমাজ জল্যাণ সংঘের উদ্যোগে মহামারি করোনার প্রভাবে কর্মহীন হয়েপড়া অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, তৈল ছোলা বুট, মুড়ি ও পেঁয়াজ।

রাজামেহার উত্তর পাড়া সমাজ কল্যাণ সংঘের সদস্য ও উপদেষ্টাদের আর্থিক সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে রাজামেহার উত্তর পাড়া সমাজ কল্যান সংঘের সদস্য বৃন্দ কৃতজ্ঞতায় স্বস্থিবোধ প্রকাশ করছে।

সংগঠনের উপদেষ্টা বলেন,  আমাদের সংঘঠন বিগত দশ বছর যাবত দরিদ্র মানুষের সহযোগীতা ও সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করে আসছে। দেশে মরণঘাতি করোনা ভাইরাসের কারণে গ্রামের অসহায় গরীব শ্রেণীর মানুষজন কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকে লোক লজ্জায় কিছু চাইতে পারছে না। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিতে পরামর্শ প্রদান করেছি। তিনি দেশের সকল বিত্তবানদের অসহায়দের পাশে এসে দাঁড়ানোরও আহবান জানান।

খাদ্যসামগ্রী বিতরণের  সময় উপস্থিত ছিলেন ওমর ফারুক, মোঃ মনিরুল ইসলাম, আশ্রাফুল আলম, সোহেল মোল্লা,জাকির হোসেন, আশিকুর রহমান, মাহবুব, শামিম,সুমন,রমজান, রিয়াজ,আলী হোসেন,রবিউল্লাহ বাগন প্রমুখ।