রবিবার, ২ এপ্রিল, ২০১৭

ইসলামে ক্যামেরায় ছবি তোলা কী জায়েজ আছে?

বিশেষজ্ঞের উত্তর:

ক্যামেরার সামনে আসা অথবা ছবি
তোলা ইসলামে জায়েজ আছে। আয়না আর ক্যামেরা একই
জিনিস। পার্থক্য হলো, আয়নায় শুধু চেহারা দেখা যায় আর
ক্যামেরা আপনার চেহারা রেকর্ড করে আপনাকে দেয়।
আপনি তা প্রিন্ট করতে পারেন অথবা সংরক্ষণ করতে পারেন।
তবে প্রাণ আছে এমন কিছুর ছবি আঁকা জায়েজ নেই। কেননা
কেউ আল্লাহর সৃষ্টি হুবহু আঁকতে পারেন না। তিনি তাতে
প্রাণও দিতে পারেন না। শুকরিয়া

পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন