বিসমিল্লাহির রাহমানির রাহীম
আদরের মেয়ে, যেখানে তুমি বড় হয়েছ, যারা তোমার আপন জন
ছিল, তাদের ছেড়ে একজন অপরিচিত লোকের কাছে যাচ্ছ, যার
স্বভাব চরিত্র সম্পর্কে তুমি কিছু জান না।
তুমি যদি তার দাসী হতে পার, সে তোমার দাস হবে।
১-২. অল্পতে তুষ্টি থাকবে। তার তার অনুসরণ করবে ও তার
সাথে বিনয়ী থাকবে।
৩-৪. তার চোখ ও নাকের আবেদন পূর্ণ করবে। তার অপছন্দ
হালতে থাকবে না, তার অপ্রিয় গন্ধ শরীরে রাখবে না।
৫-৬. তার ঘুম ও খাবারের প্রতি সজাগ দৃষ্টি রাখবে। মনে
রাখবে, ক্ষুধার তাড়নায় গোস্বার উদ্রেক হয়, ঘুমের স্বল্পতার
কারণে বিষন্নতার সৃষ্টি হয়।
৭-৮. তার সম্পদ হেফাজত করবে, তার সন্তান ও বৃদ্ধ
আত্মীয়দের সেবা করবে। মনে রাখবে, সব কিছুর মূল হচ্ছে
সম্পদের সঠিক ব্যবহার, সন্তানদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন