হযরত সায়িদ ইবন মুসায়্যিব (রাহ) বর্ণনা করেন, হযরত আয়েশা (রা) আরজ
করলেন, হে আল্লাহর রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ! আপনি যেদিন
মুনকার নাকির এবং কবরের চাপা সংক্রান্ত হাদীসগুলো বললেন, সেদিন থেকে আমার
কাছে কিছুই ভালো লাগে না এবং দারুণভাবে আমার অন্তঃকরন ঘাবড়িয়ে রয়েছে।
রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে আয়েশা, মুনকার নাকিরের
শব্দ বজ্রের মত শোনা গেলেও মুমিনের কর্ণে সেটি চোখে সুরমা লাগানোর শব্দের
মত মনে হয়। আর মুমিনকে কবর এতটুকু মমতার সাথে চাপা দেয় যে, যেমন মা তার
আদরের দুলালকে মাথা ব্যথা দূর করার জন্য নরম হাতে চাপ দেয়। তবে শুনে রাখ
আয়েশা ! ধ্বংস তো তাদের জন্য যারা মুমিন নয়। তাদেরকে কবর এমনভাবে চাপা দিবে
যেমন ডিমকে পাথর দিয়ে চাপা দেয়া হয়। – (বায়হাকি, দায়লামি)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন